থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলা এক মাত্র বাজারে ভয়াাবহ অগ্নিকান্ডে ৫৫টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা দোকানদারদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনা জেলা প্রশাসক বান্দরবান ও উপজেলা প্রশাসন থানচির মাধ্যমে নগদ ৩,০০০/- টাকা ৩০ কেজি চাল ও দুইটি কম্বল বিতরন করা হয়েছে। গত রবিবার দুপুর আড়াইটায় থানচি ডায়াগনিস্ট সেন্টার প্রাঙ্গনের এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরনে সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাঃ আবুল মনসুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ সুজন মিঞা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।